কলকাতার জনপ্রিয় সিরিয়াল টাপুর-টুপুর অভিনেত্রী সন্দীপ্তা সেন৷ তাঁর রূপ, গুনের পাগল অগনিত ভক্তরা৷ তবে তিনিও কিন্তু এক বলি-অভিনেতার জন্য পাগল! সম্প্রতি তাঁকে গানের মাধ্যমে শ্রদ্ধা জানালেন এই টেলি-সুন্দরী৷
৯০-এর দশকের জনপ্রিয় সুপাস্টার গোবিন্দার ভক্তদের তালিকা নেহাতই কম নয়৷ তাঁর ‘হিরো নম্বর ওয়ান’, ‘রাজাবাবু’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘জরু কা গুলাম’-এর মতো একাধিক সিনেমা সেই সময়ের ব্লকবাস্টার হিট৷ এই অভিনেতার প্রেমে মাসগুল সন্দীপ্তা৷ এমনিতেই অভিনেত্রী এখন ব্যস্ত তাঁর ধারাবাহিকের শ্যুটিং নিয়ে৷৷ সেই ব্যস্ততার ফাঁকেই গোবিন্দা অভিনীত ‘হিরো নম্বর ওয়ান’-এর হিট গান ‘সোনা কিতনা সোনা হ্যায়’-তে লিপ দিয়ে সোশ্যাল মিডিয়া মাতালেন৷
‘দূর্গা’ সিরিয়াল দিয়ে টেলিদুনিয়ায় পা রেখেছিলেন অভিনেত্রী সন্দীপ্তা৷ এরপর ‘টাপুর টুপুর’, ‘তুমি আসবে বলে’-এর মতো একাধিক সিরিয়াল মাধ্যমে দর্শকদের মনের মণিকোঠায় আলাদা জায়গা করে নিয়েছেন এই টেলি-ডিভা৷ আপাতত নায়িকা ব্যস্ত ‘প্রতিদান’ ধারাবাহিক নিয়ে৷
‘প্রতিদান’-এর মুখ্যচরিত্র শিমূল(সন্দীপ্তা) যে অন্তঃসত্ত্বা তা এতদিনে দর্শকরা দেখে ফেলছেন৷ তাঁকে নিয়ে পরিবারের লোকজন এবং স্বামী নীল(রিজওয়ান)ও বেশ চিন্তিত৷ সম্প্রতি দেখানো হয়েছে শিমূল এবং তাঁর বাচ্চাকে পৃথিবী থেকে সড়িয়ে দিতে নীলের জামাইবাবু অর্থাৎ অম্বিকেশ(অনিন্দ্য) নয়া ফন্দি এটেছেন৷
সাধ অনুষ্ঠানের দিন শিমূল বাইরে বেরোয় নীলকে খুঁজতে৷ সেই সময় অম্বিকেশের নির্দেশে একটি গাড়ি তাঁর পেছনে ধাওয়া করে৷ মাঝরাস্তায় শিমূলকে হঠাৎ দেখতে পায় নায়ক৷ গাড়িটি নায়িকাকে ধাক্কা দিয়ে ফেলার আগে নীল তাঁকে সরিয়েই ব্রিজ থেকে উল্টে জলে পরে যায়৷ সেখান থেকে আদৌ নায়ক ফিরে আসবে কিনা তা দেখতে চোখ রাখুব টেলিভিশনের পর্দায়৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।