বিনোদন ডেস্ক : চার দিন হয়ে গেছে। তবু শোক কমছে না সারা দেশের। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা বলিউড ইন্ডাস্ট্রিকেই। এতদিন সুশান্তের আত্মহত্যার সম্ভাব্য কারণ নিয়ে নানা আলোচনা চলেছে নানা মহলে। সহ অভিনেতা, পরিচালকদের মধ্যে হয়ে গেছে নানা তর্ক বিতর্ক।
এবার মুখ খুললেন সুশান্তের বোন শ্বেতা সিং কৃতি। না, কারোর দিকেই আঙুল তোলেননি কৃতি। শুধু খোলা চিঠি লিখেছেন আদরের ভাইকে। আর সেই চিঠি পোস্ট করেছেন নিজের ফেসবুকে। কিন্তু আজব ব্যাপার! ১৭ ঘণ্টার মধ্যে সেই চিঠি ডিলিট করলেন শ্বেতা। অন্য সব পোস্টই রয়েছে। শুধু খোলা চিঠিটাই আর নেই তাঁর ফেসবুকের পাতায়।
শ্বেতা লিখেছিলেন, “আমার আদরের ভাই, শেষ কিছু মাস কী ভীষণ কষ্টে ছিলে বুঝতে পারছি। যদি জানতাম, তোমার সব যন্ত্রণা নিয়ে আমার যত খুশি আছে, তোমায় দিয়ে দিতাম।…যেখানেই থাকো, ভালো থেকো। তোমার উজ্জ্বল চোখ দুটো কত মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল। নিষ্পাপ ওই হাসিটা বলে দিত তোমার মনটা কেমন। যারা তোমায় ভালোবাসত, আজীবন বাসবে”।
চিঠিতে শ্বেতা সিং আরও লিখেছেন, “জানি, এটা সবচেয়ে কঠিন সময়, তবে এই সময় সবাইকে একটা কঠিন পরীক্ষায় উতরোতে হবে। ঘৃণাকে সরিয়ে বেছে নিতে হবে ভালোবাসাকে। রাগ, হিংসাকে জয় করতে হবে। ক্ষমা করতে জানতে হবে। নিজেকে ক্ষমা করুন সবাই, অন্যকেও করুন”।
সুশান্তের আত্মহত্যার পর কারণ খুঁজতে গিয়ে কাদা ছোড়াছুড়িও কম কিছু হয়নি। এই কদিনের মধ্যেই বলিউডে তৈরি হয়েছে দুই শিবিরের স্পষ্ট বিভাজন। বলিউডে স্বজনপোষণের বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে মুখ খুললেন অনেক অভিনেতা পরিচালক প্রযোজক।
তবে কি সেই রেষারেষির সূত্র ধরেই এবার ‘ক্ষমা’র প্রসঙ্গ উল্লেখ করেছিলেন শ্বেতা? সেই পোস্ট ডিলিটই বা করতে হলো কেন? তাহলে কি বলিউডের শক্তিধর কারো নিকট হতে কোনও হুমকি এসেছে তাঁদের পরিবারের কাছে? ক্রমশ ঘনিয়ে উঠছে রহস্য!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।