স্পোর্টস ডেস্কঃ আইমান সাদাত কার রেসিংয়ে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়লেন। চেন্নাইয়ে ভক্সওয়াগন অ্যামিও কাপের জুনিয়র চ্যাম্পিয়নশিপের (আর ওয়ান) শিরোপা জিতেছেন তিনি।
শিরোপা জয়ের পর সুখবর শুনতে দেরি হয়নি আইমানের। অ্যামিও কাপের আগামী সিজনে তাকে স্পন্সর করার ঘোষণা দিয়ে রেখেছে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্স ওয়াগন।
বাংলাদেশের ইতিহাসে কার রেসিংয়ে শিরোপা জয়ের প্রথম ঘটনা এটি। শুধু তাই নয়, ওই টুর্নামেন্টের গত ১০ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শিরোপা জেতার রেকর্ডেরও মালিক চট্টগ্রামের ছেলে আইমান সাদাত।
চেন্নাইয়ে আর ওয়ানের প্রথম রাউন্ডে বৈরি আবহাওয়া এবং রোড স্কিডিংয়ের কারণে প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে পিছিয়ে যান আইমান।
কিন্তু রোববার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডে নিজের সেরাটা দিয়ে শিরোপা জিতে নেন আইমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।