‘সুড়ঙ্গ’ খ্যাত অভিনেত্রী তমা মির্জা। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসেছিলেন অতিথি হয়ে। কথা বলেছেন ঈদ, কাজসহ নানা বিষয় নিয়ে।
অনুষ্ঠানে তমা মির্জা বলেন, ঈদের দিন তেমন কিছু করা হয় না। সন্ধ্যা বা রাতের দিকে বন্ধুদের বাসায় দাওয়াত থাকে, ওইটা যাওয়া হয়। আর দুপুরের দিকে আমি চেষ্টা করি বাসার মানুষের সাথে খাবার খেতে। ওই খাবার খাওয়ার মজাই আলাদা।
তিনি আরও বলেন, মনে হয় ঈদের দিন ঝগড়া না হলে ঈদই হলো না। সকালবেলা চেঁচামেচি শুনবো, এখনও গোসল হয়নি, রেডি হয়নি, এখনও সবকিছু হয়নি, এগুলো আমার ভালো লাগে।
এই চিত্রনায়িকা বলেন, জীবনে সর্বোচ্চ সালামি পেয়েছি আড়াই থেকে তিন লাখ টাকা। এর বেশি কখনো পাইনি।
শৈশবের ঈদের স্মৃতি মনে করে তমা আরও বলেন, ছোটবেলার ঈদগুলোই মজার ছিল। ওই সময় অনেক কিছু বুঝতাম না, দায়িত্বও ছিল না। আর এখন উৎসব মানেই খরচ। এইটা লাগবে, ওইটা লাগবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।