Advertisement

রোববার রাত ৮টার দিকে উপজেলার বেলতলী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত শাহাদাত উপজেলার গোপালকান্দি গ্রামের শুকুর আলীর ছেলে শাহাদাত। আহত বড়ভাই সাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে শাহাদাত ও সাব্বির বেলতলী বাজারে তাদের ওয়ার্কশপে কাজ শেষ করে বাড়ি ফিরছিল।
পথিমধ্যে প্রচণ্ড ঝড়ে একটি গাছের নিচে চাপা পড়ে দুইভাই।
স্থানীয়রা তাদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণ করেন। সাব্বিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



