বৈশাখের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে কালবৈশাখী। ঝড়ের তাণ্ডবে গাছের ডাল ভেঙে নওগাঁয় এক নার্স নিহত হয়েছেন। লণ্ডভণ্ড হয়েছে কাঁচাপাকা ঘরবাড়ি ও ফসলের ক্ষেত।
বুধবার দুপুর দেড়টা। মাত্র ৩০ মিনিটের তাণ্ডবে বিপর্যস্ত হবিগঞ্জের বেশকিছু এলাকা। প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড গাছপালা ও কাঁচাপাকা ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধানের মাঠ।
দিনাজপুরে আঘাত হানে কালবৈশাখী। ঝড়ের তাণ্ডবে গাছের ডাল ভেঙে পার্বতীপুর উপজেলায় ইতিরানি সরকার নামে এক নার্স নিহত হয়েছেন। হলদিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র নার্স হিসেবে কাজ করতেন তিনি। কর্মস্থলে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।
সকালে কালো মেঘে ঢাকা পড়ে নওগাঁর আকাশ। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝড় ও বৃষ্টি। এতে জেলা সদর, মহাদেবপুর, রাণীনগর ও পত্নীতলা উপজেলার বেশকিছু এলাকায় ক্ষতিগ্রস্ত হয় আম ও ফসলের ক্ষেত।
এছাড়া, নেত্রকোনা ও রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ও মুষলধারে বৃষ্টি হয়েছে। হঠাৎ দুর্যোগে বিড়ম্বনায় পড়েন নানা শ্রেণিপেশার মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।