নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে হুমায়ুন খাঁ (২৬) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হিজলহাটি এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার তদন্ত (ওসি) জুবায়ের আহমেদ।
নিহত হুমায়ুন টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার ঢরভদ্রশিমুল গ্রামের মজিদ খায়ের ছেলে।
জুবায়ের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন খাঁ দীর্ঘদিন আগে জীবিকার তাগিদে টাঙ্গাইল জেলা থেকে স্ত্রী সন্তান নিয়ে উপজেলার হিজলহাটি এলাকায় মান্নানের বাড়িতে ভাড়া থেকে মাহমুদ ফ্যাশন কারখানায় চাকরি করে আসছেন। তবে বিয়ের পর থেকেই স্ত্রী শিউলির সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। কিছুদিন পূর্বে স্বামীর সঙ্গে ঝগড়া করে অন্যত্র বাসা ভাড়া করে সেখানে বসবাস করে আসছেন শিউলি। হুমায়ূন বুধবার রাতে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির মালিকের স্ত্রী নিলুফা ইয়াসমিন রুমের সামনে দিয়ে যাওয়ার সময় দরজা বন্ধ দেখতে পান। পরে হুমায়ুনকে ডাকতে থাকেন তিনি। ভেতর থেকে কোনো শব্দ না পাওয়ায় তিনি চিৎকার করতে থাকেন। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।
পরে স্থানীয়রা জানান, ঘরের পেছনের জানালা দিয়ে দেখতে পা, হুমায়ূন ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলে রয়েছে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।