নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) দুপুরে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে উপজেলার ঠেঙ্গারবান এলাকায় নিজ বাড়ি থেকে আটক করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তবে তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
কালিয়াকৈর থানার অপারেশন অফিসার (ওসি) জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, “আমিনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রাথমিকভাবে তাকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”
এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করছেন, আবার কেউ কেউ এটিকে স্বাভাবিক আইনি প্রক্রিয়া বলেই দেখছেন।
উল্লেখ্য, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলে সক্রিয় না থাকলেও স্থানীয় রাজনীতিতে তার প্রভাব রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।