নিজন্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোঃ সেলিম আহম্মেদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান এবং কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ কাওছার আহম্মেদ ওই তথ্য জানিয়েছেন।
বেসরকারি ঘোষিত ফলাফলে এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম আহম্মেদ ৮৩ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন শিকদার পেয়েছেন ৬২ হাজার ৩০৪ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ছিল ১ লাখ ৪৬ হাজার ৭৭১ ভোট, অবৈধ ভোটের সংখ্যা ৩হাজার ৮৫টি এবং মোট প্রদত্ত ভোটের সংখ্যা হলো ১লাখ ৪৯ হাজার ৮৫৬টি। এ উপজেলায় মোট কেন্দ্র সংখ্যা ছিল ১২৮ টি।
মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৬৩ হাজার ৭৯৪ টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।