কালিয়াকৈর ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, সড়ক অবরোধ 

কালিয়াকৈর ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, সড়ক অবরোধ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় একটি কারখানার নারী শ্রমিকের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ও কারখানা শ্রমিকরা ওই ট্রাকে আগুন দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

কালিয়াকৈর ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, সড়ক অবরোধ 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুরের এপেক্স কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাওজোড় হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ শাহাদত হোসেন। তাৎক্ষণিকভাবে তিনি ওই নিহত নারী শ্রমিকের নাম-পরিচয় জানাতে পারেননি, তবে স্টার লিংক কারখানার শ্রমিক বলে জানা গেছে।

ওসি জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুরের আনসার ভিডিপি একাডেমি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন স্থানীয় একটি কারখানার নারী শ্রমিক। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন। কিছু সময় পর স্থানীয় জনতা ও কারখানার শ্রমিকরা ওই ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল পৌনে ৪টার দিকে প্রায় তিন ঘণ্টা পর মহাসড়ক থেকে শ্রমিকরা চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে তিন ঘণ্টায় মহাসড়কে দীর্ঘ যানজট লেগে যায়।

দুই সহদর ভাই মিলে বন্ধুকে কুপিয়ে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ