
নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন।
Advertisement
শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে তারা বিক্ষোভ করছেন।
জানা গেছে, উপজেলার বাড়ইপাড়া এলাকায় হেচং বিডি লিমিটেড নামে কারখানার শ্রমিকরা গত তিন মাসের বেতন পাননি। মালিকপক্ষ কয়েকবার শ্রমিকদের বেতন পরিশোধদের তারিখ দিয়েও পরিশোধ করেনি। আজ বেতন পরিশোধের নির্ধারিত তারিখ ছিল। সকালে কারখানা এসে ফটকে তালা দেখে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনান্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে।
গাজীপুর শিল্প পুলিশের এসআই আরিফ ইসলাম জানান, শ্রমিকদের মধ্যে কারো দুই মাসের, কারো তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বেতনের দাবিতে তারা বিক্ষোভ করছেন। এখন তারা মহাসড়ক ছেড়ে কারখানা এলাকায় অবস্থান করছেন। মালিকপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন পরিশোধের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


