Advertisement
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিয়াকৈর সদর বাজার ট্রাকস্ট্যান্ড পুকুর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল জানান, বুধবার সকালে কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড এলাকার একটি পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ওই পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। তার পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরো জানান, বয়স আনুমানিক ৫০ বছর। লাশের পাশে পানিতে ভাসমান অবস্থায় আকাশি রঙের গেঞ্জি ও চেক লুঙ্গি পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।