নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর বাজারে লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা নিয়ন্ত্রণে এনেছে। আগুনে অর্ধশতাধিক দোকানের মালামাল পুড়ে গেছে।
সোমবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, কালিয়াকৈর বাজারের ফলপট্টিতে আগুন লাগার খবর পেয়ে গাজীপুরের কালিয়াকৈর, ঢাকার ইপিজেড ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম ও স্থানীয়রা বলেন, আগুন ওই বাজারের বাজার রোড, পাশের ফুলবাড়িয়া রোড ও কছিম উদ্দিন রোডের বিভিন্ন মার্কেট ও দোকানে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্টেশন অফিসার কবিরুল আলম বলেন, ততক্ষণে ওই বাজারের ফলের, হার্ডওয়ার, স্টেশনারি, মুদি, ওষুধ, কাপড় প্রভৃতির অর্ধশতাধিক দোকান ও মালামাল পুড়ে যায়।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ওই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।