Advertisement
নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় ফেনসিডিল বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে হাতেহাতে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৮৫ বোতল ফেনসিডিল ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন নরসিংদী সদরের নিজাম উদ্দিনের ছেলে মো. সাগর মিয়া ও বরিশাল জেলার বানারীপাড়া থানার মো. নুরুল হক বাহাদুরের ছেলে মো. মাসুম বিল্লাহ।
র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটকরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।