নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ও বর্তমান ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পিএস খন্দকার মু. মুশফিকুর রহমানের পিতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার মো. আবুল কালাম ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে ——-রাজিউন)।শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ছয়টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত নানা সমস্যায় ভুগছিলেন। তিনি প্রশাসনের সাবেক একজন বিসিএস কর্মকর্তা ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে, মেয়ের জামাই, ১ ছেলে, ছেলের বউ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ জুম্মা মিরপুর বাইতুশ শারফ্ জামে মসজিদে নামাজে জানাযা শেষে ওই এলাকার জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে মরহুমের পুত্র ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমানের পিএস, কালীগঞ্জ উপজেলার সাবেক ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান দোয়া চেয়েছেন ।
বীর মুক্তিযোদ্ধা খন্দকার মো. আবুল কালামের মৃত্যুতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, একই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফেরোজ চুমকি এমপি, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়াও কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ ওই প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (বিওজেএ) কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিক সরকার ও কালীগঞ্জ উপজেলা ১৬-২০ গ্রেড সরকারী কর্মচারী সমিতি নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা খন্দকার মো. আবুল কালামের মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের নির্দেশে কোরআন খতম ও উপজেলার সকল মসজিদে বাদ আছর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।