কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মহড়া

72576230_419093428801102_3611503407816245248_n

গাজীপুর প্রতিনিধি : ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকালে র‌্যালী শেষে এ মহড়া অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সহযোগীতায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে কিভাবে দুর্যোগ প্রশমন করা যায় তার মহড়া করে দেখান শিক্ষার্থীরা।

72404455_557316388340711_3444626125727203328_n

পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ শামীম ভূঁইয়া।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন আহমেদ, শিক্ষক ওমর আলী মোল্লা, প্রনয় কুমার দাসসহ উপজেলার সকল দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

71866343_453056021977350_5598990173896441856_n

এ সময় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় জনগণের সুদীর্ঘ অনুশীলন, অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তা আধুনিক তথ্য প্রযুক্তির সাথে সমন্বয় করে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তুলতে হবে।

 

জুমবাংলানিউজ/আরএস

Previous Article

ক্যাসিনো নিয়ে বিপদে চার ব্যাংক

Next Article

ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাসের হার ২৩.৭২ শতাংশ

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *