নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বিশ^ এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপিত হয়েছে। সমাবর (২২ নভেম্বর) দুপুরে ‘‘হোকসচেতনতার বিস্তার, চাই এন্টিবায়োটিক রেজিষ্ট্যান্স থেকে নিস্তার’’ প্রতিপাদ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক সচেতনতমূলক সভা অনুষ্ঠিত হয়।
এন্টিবায়োটিক রেজিষ্ট্যান্স কন্টেইনমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী রোগ নিয়ন্ত্রণ বিভাগ এবং সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা ডাঃ মঞ্জুর-ই-এলাহি। এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ রাকিবুল হাসান, ডাঃ ইমরান খান, মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ শহিদুল ইসলাম, ডাঃ শামীমা আসাদ, ডাঃ আফজাল হোসেন প্রমুখ।
এ সময় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।