নিজস্ব প্রতিবেদক : ‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’ প্রতিপাদ্যে ৫০তম সমবায় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমাবায় পতাকা উত্তোলন করা হয়। এদিকে, দিবসটির তাৎপর্য তুলে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
উপজেলা সমবায় অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাকসুদ-উল-আলন খান, মহিলা ভাইস-চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমিন প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা বিভিন্ন দপ্তর প্রধানগণ ও বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্থানীয় ৬টি সমবায় সমিতিকে উপজেলার সমাবায় অফিসের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।