কালীগঞ্জে উলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কালীগঞ্জে উলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ (1)

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক মুসলিম আইনজীবীকে হত্যা ও দেশ বিরোধী তাদের সকল ষড়যন্ত্র বন্ধের দাবিতে গাজীপুরের কালীগঞ্জ উলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

কালীগঞ্জে উলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ (2)

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ আর.আর.এন. পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেসকে (ইসকন) জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দেয় স্থানীয় উলামা পরিষদের নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বানও জানানো হয়। পাশাপাশি ইসকন নিষিদ্ধের দাবি করা হয়।

কালীগঞ্জে উলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ (1)

কালীগঞ্জ উলামা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহফুজুর রহমানের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ইমদাদুল হকের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উলামা পরিষদ নেতা মুফতি মাহবুবুর রহমান, মাওলানা ফেরদৌস খান সালেহী, মাওলানা আবু হানিফ, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা জসিম উদ্দিন হাবিবি প্রমুখ।

এ সময় কালীগঞ্জ উলামা পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে আইনজীবী আলিফের আত্মার মাগফেরাত কামনা ও সম্প্রীতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

কালীগঞ্জে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস