কালীগঞ্জে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: ‘’কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’’ ও “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্য গাজীপুরের কালীগঞ্জে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক, চুরি-ডাকাতি, গুজব ও জঙ্গী-সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও কার্যকরী ব্যবস্থা গ্রহনের লক্ষে কালীগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরাম ও থানার যৌথ আয়োজনে বুধবার (২১ জুন) বেলা ১১টায় উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা কুচিলাবাড়ি এলাকার কালব রিসোর্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে কমিউিনিটি ও বিট পুলিশিং সমাবেশ উপলক্ষে একটি র‌্যালী শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ও কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা কাজী শফিকুল আলম, বিপিএম।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) ও কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব আবু বকর সিদ্দিক, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফায়েজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মিয়া, নারী নেত্রী জুয়েনা আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো সাইফুল ইসলাম ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম।

সমাবেশে পৌরসভা ও ৭টি ইউনিয়ন ৭২টি ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, ১০টি বিট পুলিশের সকল সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।

সেন্টমার্টিন দ্বীপ লিজ দিয়ে ক্ষমতায় থাকতে চাই না: প্রধানমন্ত্রী