রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : ‘‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গিবাদ-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’’ শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গাজীপুর জেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) কালীগঞ্জ থানা থেকে একটি বর্ণাঢ্য র্যালী বরে হয়ে উপজেলা পরিষদ চত্ত¡রে শেষ হয়। পরে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
গাজীপুরের পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্ঠা শামসুন্নাহার পিপিএম’র সভাপতিত্বে ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হকের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, কালীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি এবিএম তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল।
এ সময় কালীগঞ্জ থানার অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, গ্রাম পুলিশ, শিক্ষক-শিক্ষার্থীম রাজনৈতিক ও সুধি সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।