নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ‘‘মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশ সর্বত্র’’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে কমিউনিটি পুলিশের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আক্টোবর) গাজীপুর জেলা পুলিশের আয়োজনে ও কালীগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম জহিরুল ইসলাম। কালীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এবিএম তারিকুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম সরকার তোরণ, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি এসএম রবিন হোসেন, ইউপি সদস্য দুলাল মিয়া, নারী নেত্রী পিয়ারা বেগম শান্তা, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।