কালীগঞ্জে কীটনাশকের নিরাপদ ব্যবহারে সচেতনতামূলক কর্মশালা

কালীগঞ্জে কীটনাশকের নিরাপদ ব্যবহারে সচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে কীটনাশকের নিরাপদ ব্যবহার নিয়ে উপজেলা/ইউনিয়ন পর্যায়ে কৃষক, সম্প্রসারণ কর্মী, ইনপুট পরিসেবা প্রদানকারী এবং ভোক্তাদের জন্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জে কীটনাশকের নিরাপদ ব্যবহারে সচেতনতামূলক কর্মশালা

রোববার (১০ মার্চ) বাংলাদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কীটনাশক ঝুঁকি হ্রাস প্রকল্পের আয়োজনে উপজেলা কৃষি অফিস ট্রেনিং হল রুমে দিনব্যাপী এ কর্মশালা সকালে শুরু হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন গাজীপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান, কীটনাশকের নিরাপদ ব্যবহার নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খামারবাড়ির সমন্বিত বালাই ব্যবস্থপনা বিভাগের উদ্ভিদ সংরক্ষণ উইং এর অতিরিক্ত উপ-পরিচালক কারিমা আকতার। এছাড়াও এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম।

এতে স্থানীয় ২০ জন কৃষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ১০ জন, বালাইনাশক ডিলার ৫ জন, ভোক্তা ৫ জন, শিক্ষক ও গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

আলু নিয়ে বিশাল সুখবর