নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: দেশে বিদ্যমান করোনা ভাইরাস পরিস্থিতিতে খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ১শ কৃষকে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উদ্যোগে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে খরিফ-১/২০২০-২০২১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে ০৫ কেজি আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু নাদির সিদ্দিকী বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি’র নির্দেশনায় বর্তমান করোনা পরিস্থিতিতে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে বিভিন্ন ইউনিয়ন পরিষদে কৃষকদের কাছে বীজ ও সার পৌঁছে দেয়া হয়। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাবৃন্দ ও উপ- সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন-কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, উপজেলা কৃষি কর্মকর্তা আবু নাদির সিদ্দিকী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, এসএপিপিও মো. আখতারুজ্জামান প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।