নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমির মাটি কেটে বিক্রির অপরাধে হাসিব ভূঁইয়া নামের মাটি ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেলে এ দণ্ডাদেশ প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। এর আগে তিনি উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামে অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত হাসিব ভূঁইয়া উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের ইউসুফ ভূঁইয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, কৃষি জমির মাটি কেটে বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কৃষি জমির মাটি কেটে পরিবহনে করে বিক্রির দায়ে হাসিব ভূঁইয়া নামের স্থানীয় এক মাটি ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর (১) ধারায় এ জমিমানা করা হয়।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অপরাধিরা কৃষি জমির মাটি কেটে বিক্রি করে আসছিলেন। তাই এক অভিযুক্তকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।