নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য করে কৃষি জমির মাটি কাটা ও বালি দিয়ে ভরাটের অভিযোগে পৃথক দু’টি অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা এবং ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু। উপজেলার নাগরী ইউনিয়নের পিপুলিয়া ও গলান এলাকায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, সকালে উপজেলার নাগরী ইউনিয়নে গলান এলাকায় এক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে স্থানীয় একটি প্রতিষ্ঠানের ৩ জন ও ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি থেকে অনুমতি ছাড়া শ্রেণি পরিবর্তন করার দায়ে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর (১) ধারায় প্রতিষ্ঠানের ৩ জনের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় ৩টি ডাম্প ট্রাক ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। এরআগে একই দিন ভোরে একই ইউনিয়নে পিপুলিয়া এলাকায় অপর এক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বেলাই বিলে বাঁধ দিয়ে বালি ফেলে ভরাট করার অভিযোগে বাংলা মার্ক নামের একটি প্রতিষ্ঠানের ৫ ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে পাঁচ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় একটি ডাম্প ট্রাক ও একটি রোলার মেশিন জব্দ করা হয়। এ ছাড়াও ওই জমিতে প্রতিষ্ঠানের নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করে সকল কার্যক্রম বন্ধ রাখার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিয়মিত কাজের অংশ হিসেবে এ ধরনের অভিযান এবং অভিযোগ প্রমাণিত হলে জেল-জরিমানা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু।
সম্প্রতি ঐতিহ্যবাইী বেলাই বিল দখল, দূষণ ও ভরাটের অভিযোগে নর্থ সাউথ ও তেপান্তর গ্রুপের প্রকল্প এলাকায় তদন্ত কার্যক্রম শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী’র নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বেলাই বিল পরিদর্শন করেন।
এসময় বেলাই বিলসহ যে কোনো প্রাকৃতিক জলাশয়, জলাধার, খাল, পুকুর, নদী-নালা ভরাটকারী বা দূষণকারীদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ও বিধি অনুসারে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।