নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ‘‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’’ শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারী) সকাল থেকে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় সেমিনারের আয়োজন করেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মুজিব বর্ষে কোবিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাজীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা তানজিলা আফরিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, প্রাণীসম্পদ কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমুখ।
সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, হোটেল ব্যবসায়ী, পল্ট্রি ব্যবসায়ী, মাংস ব্যবসায়ী, কাঁচা সবজি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।