নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ‘‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’’ শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেলে উপজেলার জাঙ্গালীয়া-জামালপুর সড়কের সংস্কারের মধ্যে দিয়ে রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলা সাদিক, উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, জামালপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ফারুক মাস্টার প্রমুখ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিডি) কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয়ের তত্ত¡বধানে পুরো অক্টোবর মাস জুড়ে গ্রামীন সড়ক সংস্কারের কাজ চলবে বলে জানান উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার।
তিনি আরো জানান, উপজেলার ৭টি ইউনিয়নে মাসব্যাপী গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ কাজ চলবে। তবে সেক্ষেত্রে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের চাহিদার ভিত্তিতে কালীগঞ্জ পৌরসভা ব্যতিত উপজেলার যে কোন এলাকায় এই গ্রামীণ সড়ক সংস্কারের কাজ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।