কালীগঞ্জে জশনে জুলুছ ও মোটর র‌্যালী

74913058_2697524316972533_1447560216777326592_n রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুছ, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাজার থেকে জশনে বিশাল মোটর র‌্যালী কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এতে দুই শতাধীক মোটরসাইকেল স্বেচ্ছায় অংশগ্রহন করে।

উলুখোলা বাজার সংলগ্ন নাগরী ইউনিয়ন পরিষদে ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য হাজী আব্দুল বারেকের সভাপতিত্বে ও কাজী জাকির মোল্লার পরিচালনায় বক্তব্য রাখেন- এসএম রেজাউল করিম সরকার, মুফতী জামাল উদ্দিন আল-কাদরী, হাজী জামান সরকার, এমএস মান্নান জেহাদী, নূর সালাম মোল্লা প্রমুখ।

75380511_431932164408482_9205798864630579200_n

এ সময় মিলাদ মাহফিল পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিববৃন্দ। পরে দোয়া পরিচালনা করেন গাজী মো. রিয়াজুল ইসলাম আল-কাদরী।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *