গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলায় নব যোগদানকারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট এস. এম. তরিকুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সোমবার সকালে (৮ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. শিবলী সাদিক। এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌর মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, ওসি মো. আবুবকর মিয়া, ইউএইচও ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ, ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ফারুক মাস্টার, মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, মোস্তফা মিয়া প্রমুখ।
এ সময় মুক্তিযোদ্ধা, কলেজের অধ্যক্ষ, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট এস. এম. তরিকুল ইসলাম কালীগঞ্জ থানায় সালাম গ্রহণ করেন এবং উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষ রোপন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।