নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ৩০ জন হত-দরিদ্র মানুষের হাতে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি পৌঁছে দিলেন কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান। শুক্রবার (২২ মে) বিকেলে শহীদ ময়েজউদ্দিন সড়কস্থ প্রেস ক্লাব কার্যালয়ে ৩০ জন হত-দরিদ্র মানুষের হাতে এ ঈদ উপহার তুলে দেন তিনি।
জানা গেছে, নাম প্রকাশে অনিচ্ছিুক এক দানশীল ব্যাক্তি কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের হাতে ১৫টি শাড়ি ও ১৫টি লুঙ্গি তুলে দেন স্থানীয় হত-দরিদ্র মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য। পরে বিকেলে প্রেস ক্লাবের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ওই শাড়ি ও লুঙ্গি হত-দরিদ্রদের হাতে তুলেন দেন।
এ সময় সাংবাদিক আব্দুর রহমান আরমান ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক রকিক সরকার, বিল্লাল হোসেন, মাফুজা আফরিন মনি মো. রিয়াদ হোসাইন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।