নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: `STAND FOR NID, SAVE NID-PROTECT VOTER LIST-ENSURE DEMOCRACY` প্রতিপাদ্যে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সারাদেশের মত গাজীপুরের কালীগঞ্জে জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কুট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আযোজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার নাজমুল ইসলামের নেতৃত্বে উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা শরীফ আল রায়হানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের অংশ গ্রহণে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
জানা গেছে, ২টা ঘন্টাব্যাপী এ কর্মসূচি প্রাথমিকভাবে পালন হলেও। দাবি আদায় না হলে এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় নির্বাচন অফিসের সকল সেবা বন্ধ থাকবে।
এ সময় উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ‘‘রক্তে গড়া এনআইডি কোথাও নিতে দিবো না, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে! মানতে হবে!!, দাবী মোদের একটাই ইসি’র অধীনে এনআইডি চাই, যাদের রক্ত ঘামে এনআইডি গড়া, তারা কেন ছন্ন ছাড়া!, এনআইডি নিয়ে তালবাহানা চলবে না! চলবে না!!, ভোটারের বাই-প্রোডাক্ট এনআইডি এনআইডি, ইসি’র অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি, ১৩ কোটি ভোটারের ডাটাবেজ ইসি’র অধীনে নিরাপদ, ভোটার তালিকা ও এনআইডি একসূত্রে গাঁথা, বিভক্তি মানি না!, এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয় এটি ইসি’র অধিকার’’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।