গাজীপুর প্র্রতিনিধি: ‘১৬ কোটি মানুষের জন্য প্রতিদিন’ দৈনিক যায়যায়দিন এই শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে পালিত হলো দেশের যায়যায়দিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। পত্রিকাটির ১৪তম বর্ষে পদার্পন উপলক্ষে সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি মাফুজা আফরিন মনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওমর আলী মোল্লা, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিক সরকার, বাংলাদেশ অনলাইন এসোসিয়েশন (বিওজেএ) কালীগঞ্জ উপজেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংবাদিক রাসেল মিয়া, মোহাম্মদ এমরান হোসেন, এইচ এম ইব্রাহীম, ইমতিয়াজ আহমেদ, রিয়াদ হেসেন প্রমুখ।
এ সময় কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব, বাংলাদেশ নদী পরিব্রাজক দল ও বিওজেএ কালীগঞ্জ উপজেলা শাখার সদস্যসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে একটি কেক কেটে দৈনিক যায়যায়দিন পত্রিকাটির ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।