নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: “শিক্ষকের কন্ঠস্বর,শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” প্রতিপাদ্যে সারাদেশের মত গাজীপুরের কালীগঞ্জেও বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে দিবসটি উদযাপিত হয়।
শনিবার (০৫ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, একাডেমিক সুপার ভাইজার জিনাত রেহেনা শারমিনসহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকমন্ডলী ছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
![](https://inews.zoombangla.com/wp-content/uploads/2024/12/2-39.jpg)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।