
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে করোনা সন্দেহে ৩৫ রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার বিকালে ১১ জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে কালীগঞ্জ থানার এক উপ-পরিদর্শক (এসআই) রয়েছেন। এ নিয়ে কালীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৮০ জন।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, নতুন আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে কালীগঞ্জ পৌরসভা এলাকায় ৫ জন, বাহাদুরশাদী ইউনিয়নে ২ জন, নাগরী ইউনিয়নে ২ জন ও তুমলিয়া ইউনিয়নে ২ জন।
তিনি আরো জানান, এ উপজেলার করোনায় আক্রান্ত হয়ে ১ মাসের এক শিশু, রৌবেন পালমা (৭৯)ও জয়নাল আবেদীন (৬৫) নামের দুই বৃদ্ধর মৃত্যু হয়েছে।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও মো. শিবলী সাদিক জানান, উপজেলায় এ পর্যন্ত সর্বমোট ১৪৭১ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষা থেকে ১৮০ জন নারী-পুরুষের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তবে আক্রান্তদের থেকে ইতিমধ্যে ১১৩ জন করোনাকে জয় করে ঘরে ফিরেছে।
তিনি আরো বলেন, আক্রান্তদের প্রাতিষ্ঠানিক বা হোম আইসোলেশনে পাঠানো এবং তাদের পরিবারের বাকী সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।