নিজস্ব প্রকিদেক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও চোলাই মদ উদ্ধার করা হয়।
বুধবার (৯ জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার বোয়ালী, করান ও তুমলিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ৯০ পিস ইয়াবা ও ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী গ্রামের অতুল রোজারিওর স্ত্রী পারুল রোজারিও (৫০), নাগরী ইউনিয়নের ছোট করান গ্রামের মৃত জজ গমেজের ছেলে নিলয় গমেজ (২৫) এবং কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া পূর্বপাড়া গ্রামের মানুন শেখ ওরফে ব্লক মামুন (৪৫)।
ওসি আলাউদ্দিন জানান, আটককৃত প্রত্যেকেই এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। অভিযানে পারুল রোজারিওর বাড়ি থেকে ১৫ লিটার, নিলয় গমেজের কাছ থেকে ৩০ লিটার চোলাই মদ এবং ব্লক মামুনের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।