নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধি প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা ও আচর বিধি প্রতিপালন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
গাজীপুর জেলা ও কালীগঞ্জ পৌর নির্বাচন রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দের সভাপতিত্ব মত মিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) কেএম জহিরুল ইসলাম, গাজীপুর ব্যাটিলিয়ন ৬৩ বিজিবি’র উপ অধিনায়ক মেজর ইমরান, র্যাব-১ গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। এ ছাড়াও অন্যদের মধ্যে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, উপজেলা নির্বাচন ও কালীগঞ্জ পৌর নির্বাচন সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারিজা নূর, টঙ্গীর নির্বাচন কর্মকতা ওমর ফারুক প্রমুখ। এ সময় ৪ মেয়র, ৩৩ সাধারণ কাউন্সিলর, ১০ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় গণমাধ্যমকমীবৃন্দ উপস্থিত ছিল।
উল্লেখ্য. গত ১৯ জানুয়ারী ৬ষ্ঠ ধাপে ৩১টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের তফসীল ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে কালীগঞ্জ পৌরসভা রয়েছে। কালীগঞ্জ পৌরসভারসহ তফসিলকৃত ৩১ পৌরসভার ভোট গ্রহন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ৪ ফেব্রুয়ারী মনোনয়ন যাচাই-বাছাই, ১১ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহার, ১২ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ হয়। আগামী ২৮ ফেব্রুয়ারী ভোট গ্রহন। ভোটার তালিকা অনুযায়ী কালীগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৬৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩২১ জন ও মহিলা ভোটার ১৮ হাজার ৩১৯ জন। আর ওই পরিমান ভোটার ১৭টি ভোট কেন্দ্রের মাধ্যমে ১২০টি কক্ষের মাধ্যমে তাদের ভোটাধীকার প্রয়োগ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।