নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ‘বছরব্যাপী ফল চাষে, অর্থ-পুষ্টি দু-ই আসে’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অধিদফর কর্তৃক আয়োজিত সোমবার (২০ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। এছাড়া স্থানীয় কৃষকদের মাঝে নানা ধরণের ফলের চারা এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামানের সভাপতিত্বে ফল মেলা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাসুদ-উল-আলম খান, শর্মিলা রোজারিও, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আব্বুকর চৌধূরী, নাগরী ইউপি চেয়ারম্যান মো. অলিউল ইসলাম অলি।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ, কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফল ভিটামিন ও মিনারেলসের প্রধান উৎস। পুষ্টি বিজ্ঞানিদের তথ্য মতে একজন মানুষকে প্রতিদিন ১৫০-২০০ গ্রাম ফল খাওয়া দরকার। কিন্তু আমরা মাথাপিছু ৭০-৮০ গ্রাম ফল খাই। বাংলাদেশে বর্তমানে ৭০ রকমের ফল জন্মে। তবে কালীগঞ্জ উপজেলা ৩৮ রকমের ফল জন্মে বলেও তারা বলেন।
পরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর কমন ইন্টারেস্ট গ্রæপ (সিআইজি) পুরুষ ফসল সমবায় সমিতির সদস্যদ্যের মাঝে বিশ^ ব্যাংক ও সিআইজি’র অর্থায়নে স্থানীয় কৃষকদের মাঝে ৫ লক্ষ ৬ হাজার ৫০০ টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। এরমধ্যে কৃষি সমিতির কাছ থেকে ৩০ শতাংশ ১ লক্ষ ৫২ হাজার টাকা বিনিয়োগকৃত। বাকী ৭০ শতাংশ ৩ লক্ষ ৫৪ হাজার ৫০০ টাকা এনএটিপি-২ এগ্রিকালচার টেকনোলজি ফান্ডের মাধ্যমে বিশ^ ব্যাংকের অর্থায়নে অনুদান দেওয়া হয়। উল্ল্যেখযোগ্য কৃষি যন্ত্রপাতির মধ্যে ছিল পাওয়ার টিলার, হ্যান্ড পাওয়ার টিলার, এলএলপি (সেচ যন্ত্র), ধান মাড়াই যন্ত্র ও স্প্রে মেশিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।