ফুটবল খেলতে গিয়ে হিট স্ট্রোকে কিশোর নিহত

ফুটবল খেলতে গিয়ে হিট স্ট্রোকে কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ ফুটবল খেলতে গিয়ে হিট স্ট্রোকে মো. রায়হান (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে

ফুটবল খেলতে গিয়ে হিট স্ট্রোকে কিশোর নিহত

শুক্রবার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২ মে) বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আল-আমিনের ছেলে। সে নোয়াপাড়া ময়েজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

ইউপি চেয়ারম্যান জানান, শুক্রবার বেলা ১১টায় নিহত কিশোরের নামাজের জানাজা শেষে পারিবারিক কবস্থানে দাফন করা হয়েছে।

জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনা: ৫ ঘণ্টা পর উদ্ধার কার্যক্রম শুরু