নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নানা আনুষ্ঠানিকতায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের ম্যুরালে উপজেলা, পৌর, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় প্রশাসন জাতীয় ও স্থানীয় কর্মসূচির আলোকে দিবসটির গুরুত্ব উপস্থাপন করে উপজলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে “মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী”প্রতিপাদ্যে ৭ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
পরে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তিনি উপজলার শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি যোগ দেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোর শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামান। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, এইচ.এম আবুবকর চৌধূরী, পরিমল চন্দ্র ঘোষ, শরীফ হোসেন খান কননসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ দলীয় অফিসে এবং কালীগঞ্জ পৌরসভায় নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।