নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালক-বালিকা অনুর্ধ্ব ১৭ এর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকেলে কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ মাঠে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি ওই দুই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ও কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদউল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ জহিরউদ্দিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, জামালপুর ইউপি চেয়ারম্যান খাইরুল আলম, কালীগঞ্জ পৌর কাউন্সিলর মো. আফসার হোসেন রাজ, ছাত্রলীগ নেতা মো. তানভীর মোল্লা, ওয়াহিদ হাসান, এম.আই লিকন, ওয়াসিম মোল্লা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন বনাম জামালপুর ইউনিয়নের মধ্যকার ম্যাচের মাধ্যমে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
এতে বাহাদুরসাদী ইউপি বনাম জামালপুর ইউপি বালক ম্যাচে ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারের বাহাদুরসাদী ৪-৩ গোলে জামালপুরকে পরাজিত করে। এই ম্যাচের মাধ্যমে বাহাদুরসাদী সারাসরি সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ম্যাচে সেরা খেলোয়ার নির্বাচিত হন বিজয়ী দলের মো. ইমন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।