নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ৮টার দিকে জাতীয় সংগীতের সাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সাড়ে ৮টার দিকে স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, পৌরসভা, স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন একে একে উপজেলা পরিষদের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মো. মাকসুদ-উল-আলম খান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, থানার ইন্সপেক্টর (অপারেশন) মোজাম্মেল হকসহ মুক্তিযোদ্ধা ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ৩৭৯ জন মুক্তিযোদ্ধাকে মুজিব কোর্ট প্রদান করা হয়।
এছাড়াও স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।