নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ৪০০ লিটার দেশি চোলাই মদসহ ববি গমেজ (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় মদ ভর্তি গ্যালনের সাথে ৩০০ লিটার জাওয়া (মদ তৈরির উপকরণ) জব্দ করে পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রাম থেকে ওই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ববি গমেজ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের উজ্জল দরেজের স্ত্রী।
ওসি মো. আলাউদ্দিন বলেন, সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া এলাকায় চোলাই মদ তৈরি ও বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় থানা পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে স্বামী উজ্জল পালিয়ে গেলেও নারী মাদক কারবারি ববি গমেজকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের বাড়ির ছাদ ও একটি ঘর থেকে ১০ লিটারের ২৫টি গ্যালন, ২০ লিটারের ৫টি গ্যালন, হাফ লিটারের পলিপ্যাক ৪০টি এবং ৪টি ড্রাম মদ তৈরির উপকরণ (জাওয়া) জব্দ করে পুলিশ।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ববি গমেজ তার স্বামী উজ্জলকে নিয়ে দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করে বিক্রি করে আসছিলেন। তারা চোলাই মদ তৈরি করে বিভিন্ন উপায়ে অবৈধভাবে জেলার বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বিক্রি করতো। এ ঘটনায় রাতেই একটি মাদক মামলা (নং ১৬) দায়ের করেন। সেই মামলায় সকালে গ্রেপ্তার ববিকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
অভিযানে ওসি সহ কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজিউদ্দিন, পরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।