নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ডাব ভর্তি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক মোক্তাদির মিয়া (২৮) নিহত হন।
সোমবার (২৮ অক্টোবর) গভীর রাতে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ রাসেল।
তিনি জানান, সিলেট নবীগঞ্জ থেকে ডাব ভর্তি একটি পিকআপ আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। সোমবার গভীর রাতে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় ওই পিকআপটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে চালক মোক্তার নিহত হন।
এসআই আরও জানান, নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষে নিহতের ছোট ভাই মোহাম্মদ আলী মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের জন্য একটি আবেদন করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।