নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পানজোড়া, নাগরী এলাকায় ভ্রাম্যমান আদালতের এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫(১) ধারায় ২টি মামলায় দুইজনকে ৪০ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়েছে।
রোববার (২৫ মে) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এ দÐাদেশ প্রদান করেন।
এর আগে শনিবার (২৪ মে) দিবাগত রাতে উপজেলা নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামে কৃষি জমিতে নাভানা নামের একটি প্রতিষ্ঠান উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জলাশয় ও নিচু জমিতে অবৈধভাবে বালু ভরাট কার্যক্রম চালাচ্ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে একটি ড্রাম ট্রাক ও দুটি লড়ি জব্দ করা হয়। তবে প্রশাসনের অভিযানের খবরে পালিয়ে যায় নাভানার লোকজন এবং ড্রাম ট্রাক ও লড়ির চালকরা। সারাদিন অপেক্ষা শেষে ড্রাম ট্রাক ও লড়ি মালিককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদÐ করা হয়।
দÐপ্রাপ্তরা হলেন উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্তী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. হানিফ (৫৩), একই ইউনিয়নের বর্তুল গ্রামের কাজু মিয়ার ছেলে মো. অনিক (২৫)।
প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বেঞ্চ সহকারী মো. আলামিন ভূইয়া, থানা পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ জানান, ÔÔপরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
শ্রীপুর প্রেসক্লাবের নেতৃত্বে নতুন আলো: সভাপতি হান্নান, সম্পাদক রানা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।