গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা পুলিশের আয়োজনে কালীগঞ্জে মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক, পৌর কাউন্সিলর ইব্রাহীম মোল্লা, মোফাজ্জল হোসেন মোমেন, রুহুল আমিন, মহিলা কাউন্সিলর আমিরুন্নেসা, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, উপজেলা আ’লীগ নেতা শরীফ আহমেদ খান ববি, যুবলীগ নেতা আরমান রাজ, ছাত্রলীগ নেতা তানভীর মোল্লা, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার এর পরিকল্পনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া ইউনিয়ন পর্যায় উদ্বোধনের মধ্য দিয়ে ইউনিয়নের বিভিন্ন মাঠে মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্ণামেন্টের বাস্তবায়ন করছেন।
Advertisement
এ সময় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, ছেলে ধরার নামে কোন পাগলকে ধরে গণপিটুনি বা মেরে ফেলবেন না। সন্দেহ হলে তাকে ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। তারা পুলিশকে খবর দিবে। পুলিশ যাচাই-বাচাই করবে। আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।