গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা পুলিশের আয়োজনে কালীগঞ্জে মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকালে কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে এ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড বনাম ৯নং ওয়ার্ড প্রতিদন্ধিতা করে।
কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ, আহমেদুল কবির, জসিম উদ্দিন তারা, ইব্রাহীম মোল্লা, থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল আহমেদ, মশিউর রহমান, মো. নাজমুল হক, কালীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষক দুলাল মোড়ল, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সাংবাদিক বিল্লাল হোসেন ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার এর পরিকল্পনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর সহযোগীতায় উপজেলার বিভিন্ন মাঠে মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্ণামেন্টের বাস্তবায়ন করছেন কালীগঞ্জ থানা।
খেলা শুরু হওয়ার আগে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া খোলোয়ার, অতিথিসহ মাঠের সকল দর্শকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান। খেলায় ৩নং ওয়ার্ডকে ২-০ গোলে ৯নং ওয়ার্ড পরাজিত করে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.