গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা পুলিশের আয়োজনে কালীগঞ্জে মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্ণামেন্টের পৌরসভার আন্তঃওয়ার্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ড এতে অংশগ্রহণ করে।
গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহান পিপিএম’র পরিকল্পনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া উপস্থিতি ছিলেন। এ সময় কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত, থানার ওসি মো. আবুবকর মিয়া, ওসি (তদন্ত) সোহেল রানা, ওসি (অপারেশন) মো. মুজাহিদুল ইসলামসহ সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা, থানার কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শুরু হওয়ার মাঠের সকল অতিথি, খেলোয়ার ও দর্শকদেরকে মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদ বিরোধী শপথ বাক্য পাঠ করান এসপি শামসুন্নাহার পিপিএম। খেলায় কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড ৯নং ওয়ার্ডকে ২-৩ গোলে পরাজিত করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও রানা-আপ দল নায়কের হাতে পুরস্কার তুলে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।