Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় প্রায় ৪ হাজার মানুষের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে এ সমাগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, উপজেলার নাগরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পানজোড়া গ্রামের স্থানীয় যুবকদের আর্থিক সহায় একটি তহবিল গঠন করা হয়। পরে সেই তহবিলের অর্থ দিয়ে স্থানী প্রায় ৪ হাজার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়। এছাড়াও ওই গ্রামের কয়েকটি পয়েন্টে হাত ধোয়ার জন্য রাস্তার পাশে ড্রাম ভর্তি পানি ও সাবান রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।