নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদূরসার্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি ঈসমাইল হোসেন শেখের ব্যাক্তিগত উদ্যেগে ওই ইউনিয়নের ৪টি ওয়ার্ডে ১ হাজার চারা গাছ রোপন করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ৩, ২, ৭, ও ৫নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তার পাশে ওই পরিমান চারা গাচ রোপন করা হয়।
বাহাদূরসার্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি ঈসমাইল হোসেন শেখ ছাড়া চারা গাছ রোপন অভিযানে ইউপি সদস্য পনির মিয়া, যুবলীগ নেতা ফয়সাল আহমেদ খাঁন, মো. সুমন, সজল মিয়া, খোকন প্রধান, খোকন মিয়াজি, সেতু শেখ, মো. বদুরুজ্জামান ছাড়াও সংশ্লিষ্ট ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দসহ এলাকার মুরুব্বিরা উপস্থিত ছিলেন।
ঈসমাইল হোসেন জানান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক প্রতিমন্ত্রী, কালীগঞ্জের শান্তিকন্যা মেহের আফরোজ চুমকি এমপি’র নির্দেশে সামজিক বনায়ণ কর্মসূচির অংশ হিসেবে বাহাদুরসাদী ইউনিয়নের ৪টি ওয়ার্ডে ১ হাজার ফলদ ও বনজ চারা গাছ রোপন করা হয়। প্রর্যায়ক্রমে ওই ইউনিয়নের অন্য ওয়ার্ডগুলোতেও একইভাবে ফলদ ও বনজ চারা গাছ রোপন করা হবে বলেও জানান ওই যুবলীগ নেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।